রাস্তা অবরোধ করে বিক্ষোভ চিটফান্ড এজেন্টদের

ক্যানিং, ১৮ নভেম্বর (হি. স.) : আমানতকারীদের টাকা ফেরতের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চিটফান্ড এজেন্টরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায়। প্রায় মিনিট কুড়ি অবরোধ বিক্ষোভ আন্দোলন চলার পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।

অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের ডাকে সারা বাংলা জুড়ে জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় ১৮ই নভেম্বর শুক্রবার। এদিন দুপুরে এই সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে এই কর্মসূচি পালিত হয় ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। যাতে দ্রুত চিট ফান্ডের টাকা যাতে গ্রাহকরা ফেরৎ পান সেই দাবিতেই পথ অবরোধ করে আন্দোলন চলতে থাকে। পরে ক্যানিং ট্রাফিক গার্ডের পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। সংগঠনের জেলা সভাপতি নির্মল সরকার বলেন, “ আমরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমানতকারীরা তাঁদের গচ্ছিত অর্থ ফেরৎ পান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *