২৪টি এনজিও যোগ দিল তিপ্রা মথায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷  আগরতলা প্রেস ক্লাবে ২৪ টি এন জি ও সংস্থা শুক্রবার তিপ্রা মথায় যোগদান করে৷ তাদের স্বাগত জানান সভাপতি বিজয় রাঙ্খল৷  বিজয় রাঙ্খল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মোট ১০০ টি এন জি ও সংস্থা রয়েছে৷ এর মধ্যে ২৪ টি এন জি ও সংস্থা এদিন তিপ্রা মথায় যোগদান করেছে৷ এন জি ও গুলির মধ্যে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন ভোটার রয়েছে৷ তারা আগামী দিনে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে লড়াই করতে প্রস্তুত এবং এই দাবিতে আগামী দিনে যতগুলি কর্মসূচি হবে সবগুলিতে তারা অংশগ্রহণ করবে৷ এ ধরনের যোগদান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি৷ আয়োজিত যোগদানের সভায় তিপ্রা মথার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷