ওয়াশিংটন, ১৭ নভেম্বর (হি.স.): মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা ২১৮টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যমাত্রা শুধুমাত্র ছুঁতে পারলেও আগামী দু’বছরে রাষ্ট্রপতি জো বাইডেনের বিভিন্ন প্রস্তাবকে আটকে দেওয়ার জন্য তা যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পর, বিরোধী দল রিপাবলিকান পার্টি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রিপাবলিকান পার্টি সদ্য সমাপ্ত নির্বাচনে ২১৮টি আসনে জয়লাভ করেছে।
এই জয়ের জন্য রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তাঁর এক ভাষণে বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে তিনি প্রস্তুত’। মার্কিন পার্লামেন্টের এই গুরুত্বপূর্ণ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকান পার্টি, এতে দলের ২০২৪ সালের পথচলাও কিছুটা সহজ হবে বলেই মনে করছেন রাজণৈতিক বিশেষজ্ঞরা। অনেক আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে রিপাবলিকান পার্টির আসন সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এখনও মার্কিন সিনেট, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখান থেকেই তারা বিচার ও প্রশাসনিক বিল পাস করতে পারবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করতে সমস্যা হতে পারে, যা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাস করা দরকার। রিপাবলিকান পার্টি বাইডেনের বিপক্ষে ভোট দিয়ে তার অসুবিধা বাড়াতে পারে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের প্রার্থীপদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।