নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দীর্ঘ দিন ধরে তীব্র পানীয় জলের সঙ্কটের মধ্যদিয়ে দিন যাপন করছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রাম এলাকায় বাসিন্দারা৷ দাবি জানানো হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে এডিসি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী পিছিয়ে থাকা জনজাতি অংশের মানুষজনদের জীবন মান উন্নত করার লক্ষ্যে এবং সরকারি সুযোগ-সুবিধা প্রদান করার জন্য মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছিল একাধিক গুচ্ছগ্রাম৷ গুচ্ছগ্রামের সেই সুযোগ-সুবিধা গুলি অনায়াসে হাতের নাগালে পাওয়ার জন্য তিন শতাধিক জনজাতি পরিবার রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামে বসবাস শুরু করে৷ কাকরাছড়া, নোনাছড়া, হলুদিয়া সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এই পরিবার গুলি এসেছিল৷ কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক সরকারি সুযোগ সুবিধা না পেয়ে বহু পরিবার পূর্বের জায়গায় ফিরে যায়৷ যারা রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামে বসবাস শুরু করেছে তারা বর্তমানে নানান সমস্যায় জর্জরিত৷ বিশেষ করে পানীয় জলের সংকট তাদের নিত্য দিনের সঙ্গী৷ বর্তমানে গুচ্ছগ্রামে চলছে তীব্র পানীয় জলের সঙ্কট৷ এই গুচ্ছগ্রামের পাশে রয়েছে বৈরাগী ঢেপা এলাকা৷ এই এলাকায় গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা নয়া হলে, ছড়া কিংবা গর্তের জল পান করে এলাকাবাসীর দিন যাপন করতে হয়৷ এলাকার এক জনজাতি মহিলা জানান, গাড়ির মাধ্যমে এলাকায় জল না পৌঁছালে ছড়া কিংবা গর্তের জলের উপর নির্ভর করতে হয় তাদের৷ এলাকার শতাধিক পরিবার তীব্র পানীয় জলের সংকটে ভুগছে৷
2022-11-17

