জল জীবন মিশনের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷  জল জীবন মিশনের কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের নয়া সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন৷ রাজধানীর প্রজ্ঞা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এইদিনের বৈঠকে ডিডব্লিউএস দপ্তরের অধিকর্তা, ইঞ্জিনিয়ার সহ এস.ডি.ও-রা উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা বৈঠকের শুরুতে মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের নয়া সচিব অভিশেক সিং সহ অন্যান্য যারা নতুন ভাবে ট্রান্সফার হয়ে দপ্তরে এসেছে তাদের সকলকে স্বাগত জানান৷ পাশাপাশি দপ্তরের বিদায়ী সচিব কিরণ গীত্যে সহ অন্যান্য বিদায়ী কর্মীদের ধন্যবাদ জানান৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান জল জীবন মিশনের কাজ বর্তমানে যতটুকু এগিয়ে গেছে তার পিছনে অবদান রয়েছে দপ্তরের বিদায়ী সচিব সহ বিদায়ী কর্মীদের৷ দপ্তরে নতুন যারা ট্রান্সফার হয়ে এসেছে আগামিদিনে তারা জল জীবন মিশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷