বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সের সাথে শারীরিক সম্পর্ক, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর৷৷ ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এম.বি.বি.এস চিকিৎসক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় বৃহস্পতিবার৷
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক অর্থাৎ মেলাঘর থানাধীন মাস্টার পাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ দাস আগরতলার এক হাসপাতালের সেবিকার সঙ্গে প্রণয় ঘটিত  সম্পর্কে জড়িয়ে পড়ে৷
দীর্ঘ প্রায় ছয় সাত মাস ধরে চলে তাদের গভীর প্রেম৷ প্রায়শই আগরতলার ওই সেবিকা তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ডাক্তার বাবুর ভাড়া বাড়িতে ছুটে আসতো৷ অভিযোগ, সেই সময় দুইজনের মধ্যে হয় শারীরিক সম্পর্ক৷ চলতি বছরের মে মাসে চিকিৎসক সুরজিৎ দাস তার দশমী ঘাটের ভাড়া বাড়িতে নির্যাতিতা সেবিকাকে ডেকে নিয়ে আসে৷ সেখানে অভিযোগকারীনি সেবিকাকে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দেয়৷ কিন্তু অভিযোগকারীনি এই প্রস্তাব অস্বীকার করেন৷ ওই সেবিকা স্পষ্টভাবে জানিয়ে দেন৷ এছাড়া তিনি শারীরিক সম্পর্ক করবে না৷ এরপরই ডাক্তার সুরজিৎ বিয়ে করার প্রতিশ্রুতি দেয় ওই সেবিকাকে৷ চিকিৎসকের প্রতিশ্রুতি পেয়ে চিকিৎসক সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওই সেবিকা৷ পরে, পুণরায় ভাড়া বাড়িতে সেবিকার সঙ্গে চিকিৎসক সুরজিৎ শারীরিক সম্পর্ক করতে চাইলে ওই সেবিকা বাধা দান করে৷
অভিযোগ, সে সময় শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়াতে তার উপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ৷ এরই পরিপ্রেক্ষিতে সুষ্ঠ বিচার চেয়ে নির্যাতিতা সেবিকা দ্বারস্থ হয় আগরতলা মহিলা থানায়৷  এই অভিযোগ আগরতলা মহিলা থানা থেকে তেলিয়ামুড়া থানায় হস্তান্তর করে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে৷ মামলা নম্বর- ১১৮/২০২২তেলিয়ামুড়া থানা  ৩৭৬/৪১৭/৩২৫/৫০৬ ধারা ভারতীয় দন্ডবিধি আইন অনুযায়ী তদন্ত শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তদন্ত নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ  অভিযুক্ত  ধর্ষক তথা চিকিৎসক সুরজিৎ দাসকে গ্রেপ্তার করে দশমী ঘাট স্থিত ভাড়া বাড়ি থেকে৷
পরবর্তীতে পুলিশ খোয়াই আদালতে অভিযুক্ত সুরজিৎ দাসকে সোপর্দ করে৷ আদালত তাকে চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, নিজস্ব গাড়ি নিয়ে সেই নির্যাতিতা সেবিকা ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে বসে থাকতো এবং অভিযুক্ত সুরজিৎ দাসের সঙ্গে আড্ডা জমাতো বলে খবর৷ তবে যাই হোক, তেলিয়ামুড়ায় চিকিৎসক কর্তৃক ধর্ষণের ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *