নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): উত্তর ভারতের বেশ কিছু অংশে আগামী কয়েক দিন শীতের আমেজ অনুভূত হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। হিমালয়ের উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় সমতলে আসা শীতল বাতাসের দরুন তাপমাত্রা কমতে থাকবে। হিমালয়ের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি এবং তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের মধ্যে দিল্লির তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। লাহৌল-স্পিতি, মানালি এবং অন্যান্য উঁচু এলাকায় তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীরের পাহেলগাম এবং গুলমার্গে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডেও। এবার শীতের আমেজ অনুভূত করে চলেছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। যদিও, উত্তর প্রদেশ, হরিয়ানা-সহ কিছু রাজ্যে বৃহস্পতিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে।

