কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্তব্যের জন্য বেজায় অস্বস্তি রাজ্যের মন্ত্রী অখিল গিরি, এ বিষয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। অখিলের বিরুদ্ধে যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে পুলিশকে, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এ বিষয়ে হলফনামা দিয়ে অখিলকেও নিজের বক্তব্য জানাতে হবে বলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, রাষ্ট্রপতির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

