দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা গুরুতর

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ নভেম্বর৷৷ রাজনগর পি আর বাড়ি থানাধীন পশ্চিম পিপড়িয়াখলা গ্রাম পঞ্চায়েতের  বাসিন্দা দীপু রানী শীল (৫০) গুরুতর আহত হয়৷ স্বামী অনন্ত কুমার শীল অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পার্শবর্তী বিনোদ সেন এবং তার পরিবারের লোকজনদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল৷
আজ বেলা তিনটা নাগাদ দীপু রানি শীল নিজ বাড়িতে লাকড়ি আনতে গেলে বিনোদ সেন এবং তার ভাই সুবোধ সেন, সঞ্জয় সেন, বচ্চন সেন সহ পরিবারের মহিলারা অতর্কিত আক্রমণ করেন দীপু রানী শীলের উপর৷ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ৷ পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় দীপু রানী শীলকে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে বিলোনিয়া হাসপাতালে রেফার করে৷
 বিলোনিয়া মহকুমা হাসপাতালেরচিকিৎস তাকে আবার উদয়পুর জেলা হাসপাতালে রেফার করে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা জানিয়ে পি আর বাড়ি থানায় মামলা করা হবে বলে জানায় মহিলার স্বামী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *