অনূর্ধ্ব ২৫ প্রস্তুতি ম্যাচে কেরালায় পরাস্ত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। ত্রিপুরার অনূর্ধ্ব ২৫ ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছে, কেরালার বিরুদ্ধে। জয় পরাজয় বিষয়টাকে উদ্দেশ্য না করে অনুশীলনের দিকেই মনোযোগ ছিল রাজ্যের ক্রিকেটারদের। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ত্রিপুরা দল ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম দেবনাথের ৩৪ রান সর্বাধিক ছিল। এছাড়া, সাহিল সুলতান ও শ্যাম শাকিল গণ দুজনে ২৯ করে রান করে। সাহিল ৬৭ টি বল খেলে অপরাজিত থাকলেও মূল খেলায় তার চেষ্টা করতে হবে রানের গতি বাড়ানোর। এছাড়া, অর্জুন দেবনাথের অপরাজিত ১৬, শংকর পালের ১২ রান কিছুটা প্রতিভার পরিচয় দিয়েছে। জবাবে কেরালা অনূর্ধ্ব ২৫ দল ৩৫ ওভার খেলেই ৪ উইকেট হারিয়ে জয় প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার আনন্দ কৃষ্ণাণের অপরাজিত ৮৫ এবং কৃষ্ণ প্রসাদের ৫০ রানের পাশাপাশি বরুণ নায়ানারের ৩৫ রান দলকে সহজে জয় এনে দেয়। রাজ্য দলের বোলারদের মধ্যে অর্জুন দেবনাথ দুটি এবং শারুখ হোসেন একটি উইকেট পেয়েছে।