নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ পরিত্যাক্ত পুকুরগুলিকে পুনরুদ্ধার করে সৌন্দর্যায়নে কাজ চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম৷ পুকুরের নাব্যতা বৃদ্ধি করার পাশাপাশি পুকুর পাড় বাঁধিয়ে আলোর ব্যবস্থা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগরতলা পুর নিগম, নগরোন্নোয়ন দপ্তর ও স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছে৷ তারই অঙ্গ হিসাবে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে বুধবার আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুরের জোড়া পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার৷
এদিন মেয়রের সঙ্গে ছিলেন ২১ নং ওয়ার্ডের কপর্োরেটার অলোক ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সহ অন্যান্যরা৷ পরিদর্শন শেষে মেয়র জানান নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল নতুন পুর বোর্ড গঠন হওয়ার পর যে সমস্ত সমস্যা গুলি গত ২৫ বছর যাবত দূর করা হয়নি, তা বর্তমান পুর নিগম দূর করতে উদ্যোগ নেবে৷ সেই মোতাবেক কাজ চলছে৷ এই পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সহসাই শুরু করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ তিনি আরও বলেন বিগত ১০ বছরে বামফ্রন্ট পরিচালিত পুর নিগম উন্নয়নের জন্য যে টাকা খরচ করেনি তা বর্তমান পুর নিগম মাত্র ১০ মাসের মধ্যে ব্যয় করেছে৷ অর্থের সমস্যা নেই৷ তবে মানুশকে কিছুটা সময় দিতে হবে বলে জানান তিনি৷ ১০ বছরে যে কাজ হয়নি তা করছে বিজেপি পরিচালিত পুর নিগম৷
2022-11-16