সংগঠনকে সক্রিয় করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাঁকুড়ায়

বাঁকুড়া, ১৬ নভেম্বর (হি. স.) : পঞ্চায়েত ভোট আসন্ন। তার পূর্বে সংগঠনকে আরও সক্রিয় করতে বুধবার বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব জেলার কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হন।বাঁকুড়া শহরের উপকন্ঠে এক্তেশ্বরে এই সভার আয়োজন করা হয়।

সভায় বিজেপি নেত্রী লকেট চ্যটার্জী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার, সাংসদ সৌমিত্র খাঁকেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে সতীশ ধন্দে,উপস্থিত ছিলেন। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার নেতা কৌশিক চন্দ্র জানান পঞ্চায়েত নির্বাচন শুধু নয় সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।