ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে বুধবার ও বি সি কর্পোরেশনের উদ্যোগে লেইক চৌমুহনী স্থিত কর্পোরেশন মার্কেটের সামনে থেকে এক বাই সাইকেল যাীর আয়োজন করা হয়৷ সবুজ পতাকা নেড়ে এই বাই সাইকেল যােলীর সূচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ ও বি সি সম্প্রদায় ভুক্ত মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে তার বাস্তবায়ন ঘটিয়ে চলেছে দপ্তর৷ এই প্রকল্পের সুবিধা যাতে  ও বি সি সম্প্রদায় ভুক্ত মানুষেরা পেতে পারেন তার প্রচারের জন্য এই বাই সাইকেল যােলীর আয়োজন বলে জানান মন্ত্রী রাম প্রসাদ পাল৷ সুবিধা ভোগীদের কাছে ঘড়ে ঘড়ে এই পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *