কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): আরও সঙ্কটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। স্ট্রোকের পর এ বার হৃদ্রোগেও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী ঐন্দ্রিলার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’। গত সপ্তাহে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল যেখানে, চলতি সপ্তাহের ছবিটা সম্পূর্ণ বিপরীত।
মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। এরইমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি খুবই খারাপ।