(আপডেট) এই প্রথমবার, বালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষির সঙ্গে সাক্ষাৎ মোদীর

বালি, ১৫ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার বালিতে ব্রিটিশ প্রতিপক্ষ ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার বালিতে সপ্তদশ জি-২০ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। উভয়ের মধ্যে বেশ কিছু সময় ধরে কথাও হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ করার পর টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করে আনন্দিত। আগামী দিনে আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। সাক্ষাতের একটি ছবিও টুইট করেছেন মোদী, সেই ছবিতে দেখা যায় দু’জনে নিজেদের মধ্যে কথা বলছেন।