পূর্বোত্তর অলিম্পিক গেমসে জুডোতে ত্রিপুরা রানার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। দুর্দান্ত সাফল্য ত্রিপুরার মহিলা জুডোকাদের। উত্তর-পূর্ব অলিম্পিক গেমসে ত্রিপুরার মহিলা জুডোকারা দুটি স্বর্ণপদক ও দুটি রৌপ্য পদক পেয়ে দারুন সাফল্যের নজির রেখেছে। ৮ সদস্য বিশিষ্ট ত্রিপুরার মহিলা জুডোকা দল দ্বিতীয় পূর্বোত্তর অলিম্পিক গেমসে ওভারঅল রানার্সআপ ট্রফি জিতে নিয়েছে। ত্রিপুরার ক্রীড়া আঙ্গিনাই এটি একটি দারুণ খবর এবং ঐতিহাসিক জয়। বলাবাহুল্য ৮ সদস্য বিশিষ্ট রাজ্য দলের মধ্যে ৭ জন মহিলা জুডোকা-ই রয়েছে উদয়পুরস্থিত বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী। স্বাভাবিকভাবেই জুডো প্রশিক্ষণ কেন্দ্রের কোচ, কর্মকর্তা সহ ক্রীড়া-প্রেমী প্রত্যেকেই রাজ্য দলের সাফল্যে জুডোকাদের অভিনন্দন জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *