নির্ধারিত তিন বছর অতিক্রান্ত, উমরাংসোর প্রস্তাবিত এসিএস ট্রেনিং সেন্টারের কাজই শুরু হয়নি, বিস্মিত নাগরিককুল

উমরাংসো (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার উমরাংসোতে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আনন্দরাম বরুয়া এসিএস (আসাম সিভিল সার্ভিস) ট্রেনিং সেন্টারের শিলান্যাস স্থাপন করেছিলেন অসমের তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সাড়ে তিন বছর অতিক্রান্ত, এখন পর্যন্ত আনন্দরাম বরুয়া এসিএস ট্রেনিং সেন্টারের আংশিক পাঁচিলের কাজ ছড়া আর কোনও কিছুই হয়নি। কেন এখনও প্রস্তাবিত আনন্দরাম বরুয়া এসিএস সেন্টারের কাজ শুরু হয়নি, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এত বিস্মিত স্থানীয় নাগরিককুল।

সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন অসমের প্রথম মেয়াদের বিজেপি সরকারের আমলে রাজ্য সরকার উমরাংসোর আট কিলো এলাকায় আনন্দরাম এসিএস সেন্টার স্থাপনের কথা ঘোষণ করেছিল। ঘোষণা অনুযায়ী ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটা করে এই এসিএস ট্রেনিং সেন্টারের শিলান্যাস করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী (তৎকালীন) সর্বানন্দ সনোয়াল। এসিএস ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ রাজ্য সরকারের নামে জেলাশাসককে এক হাজার বিঘা জমিও দিয়েছিল। তবে এই জমির উপর আংশিক বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হলেও রহস্যজনকভাবে এখনও কাজ শুরু হয়নি এসিএস সেন্টারের।

অথচ ২০১৯ সালে শিলান্যাসের পর প্রস্তাবিত এসিএস ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল তিন বছর। তাছাড়া এসিএস ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য মোট ব্যয় ধার্য করা হয়েছিল সাড়ে চারশো কোটি টাকা। এর নির্মাণকাজের বরাত প্রদান করা হয়েছিল গুয়াহাটির বিএন গোরদিয়া নির্মাণ সংস্থাকে। কিন্তু বর্তমানে বিশাল ওই জমির উপর রয়েছে শ্রমিকের একটি অস্থায়ী ক্যাম্প। তবে ক্যাম্পে নেই কোনও শ্রমিক।

এদিকে এসিএস ট্রেনিং সেন্টার নির্মাণের বরাত বিএন গোরদিয়া নির্মাণ সংস্থা লাভ করলেও এখনও কোনও কাজ শুরু করা হয়নি। জানা গিয়েছে, ওই নির্মাণ সংস্থা আংশিক বাউন্ডারি দেওয়াল নির্মাণ করার পর রানিং বিল না পেয়ে আর কাজে হাত দেয়নি। তাই বর্তমানে আনন্দরাম বরুয়া এসিএস ট্রেনিং সেন্টারের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষ রাজ্য সরকারকে এক হাজার বিঘা জমি বণ্টন করার পরও তা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

উমরাংশু এলাকার স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন, এসিএস ট্রেনিং সেন্টারের হাত ধরে হয়ত উমরাংসো উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। এমতাবস্থায় উমরাংসোতে আনন্দরাম বরুয়া এসিএস সেন্টার নির্মাণ নিয়ে বর্তমান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের বিজেপি সরকার আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে তা দেখতে প্রহর গুনছেন স্থানীয়দের পাশাপাশি ওয়াকিবহাল মহল।