ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। সদর সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ নভেম্বর, শনিবার থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। অংশগ্রহণকারী সাতটি দলকে নিয়ে গ্রুপ লীগের খেলা ১৯ নভেম্বর থেকে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। দুটি মাঠ – এমবিবি স্টেডিয়াম ও পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে খেলার ব্যবস্থা করা হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে এগিয়ে চলো সংঘ, ক্রিকেট অনুরাগী, তরুণ সংঘ কোচিং সেন্টার ও জুট মিল কোচিং সেন্টার। গ্রুপ বি-তে রয়েছে চাম্পামুরা, অরুন্ধতীনগর প্লে সেন্টার এবং আগরতলা কোচিং সেন্টার। দুটি গ্রুপের সেরা দুটি দলের মধ্যে হবে ফাইনাল ম্যাচ, ২৭ নভেম্বরে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। ক্রীড়া সূচি অনুযায়ী ১৯ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম জুটমিল কোচিং সেন্টারের মধ্যে খেলা। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে চম্পা মুরা খেলবে আগরতলা কোচিং সেন্টারের বিরুদ্ধে। ৫০ ওভারের খেলা। প্রতিদিন পৌনে নটা থেকে শুরু। ২০ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট অনুরাগী বনাম জুট মিল কোচিং সেন্টার। পি টি এজিতে এগিয়ে চলো সংঘ বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২১ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে অরুন্ধতিনগর প্লে সেন্টার বনাম আগরতলা কোচিং সেন্টার। একই সময়ে পিটিএজিতে ক্রিকেট অনুরাগী বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২৩ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে জুট মিল কোচিং সেন্টার বনাম তরুণ সংঘ কোচিং সেন্টার। ২৪ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম ক্রিকেট অনুরাগী। ২৫ নভেম্বর এমবিবি স্টেডিয়ামে অরুন্ধতী নগর প্লে সেন্টার বনাম চাম্পামুরা। দুই গ্রুপের সেরা দুই দল ২৭ নভেম্বর ফাইনাল ম্যাচে খেলবে এমবিবি স্টেডিয়ামে।
2022-11-15

