ত্রিপুরার বাগবাসা এলাকা থেকে ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য সহ মোটর বাইক বাজেয়াপ্ত

বাগবাসা (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা এলাকা থেকে ২০ লক্ষাধিক টাকার হেরোইন সহ একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছেন আসাম রাইফেলস-এর ২১ সেক্টর রাধানগর ব্যাটালিয়নের জওয়ানরা গতকাল সোমবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ সংগঠিত অভিযানে এই সাফল্য এসেছে।

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল ১৪ নভেম্বর সন্ধ্যায় ধর্মনগর থানার পুলিশকর্মীদের নিয়ে মাদক বিরোধী অভিযানে নামে আসাম রাইফেলস-এর রাধানগর ব্যাটালিয়ন। তবে যৌথ অভিযানের সাফল্য মিলে রাতে।

যৌথ অভিযানকারী দল আনুমানিক ২০ লক্ষ টাকার চার প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি অ্যাপাসি মডেলের মোটর বাইক। তবে কোনও মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি যৌথ বাহিনীর। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে পিছন থেকে ধাওয়া করে আসতে দেখে রাস্তায় মোটর সাইকেল রেখে তার আরোহী দুই যুবক লাগোয়া ঘন জঙ্গলে পালিয়ে গা ঢাকা দিয়েছে।
বাজেয়াপ্তকৃত মোটর সাইকেল এবং হেরোইনগুলি সম্পর্কে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

এদিকে বাজেয়াপ্তকৃক মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে মাদক কারবারিদের শনাক্ত করতে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে বলে ধর্মনগর থানার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন।