নিজেদের নৈপুণ্য ও পরিশ্রম দিয়ে দেশকে সমৃদ্ধ করেছে আদিবাসী সম্প্রদায় : রাষ্ট্রপতি

খুন্তি, ১৫ নভেম্বর (হি.স.): স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে তাঁর জন্মস্থান ঝাড়খণ্ডের খুন্তি জেলার উলিহাতুতে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেছেন, আদিবাসী সম্প্রদায় নিজেদের শিল্প, নৈপুণ্য এবং কঠোর পরিশ্রম দিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। সমস্ত জনজাতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অজ্ঞাত বীরদের প্রতি প্রণাম।

দেশের স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় সম্প্রদায়গুলির মহান অবদানের কথা এদিন স্মরণ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন ঝাড়খণ্ডের খুন্তি জেলার উলিহাতুতে দ্বিতীয় জনজাতি গৌরব দিবসে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়েছেন।