রাঁচি, ১৫ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় ১৭ নভেম্বর, বৃহস্পতিবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ১৬ নভেম্বর, বুধবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হেমন্ত সোরেন। সূত্রের খবর, হেমন্ত সোরেনের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। তাই ১৭ নভেম্বরই তাঁকে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে।
অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ১৭ নভেম্বর হাজিরা দিতে বলেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। কিন্তু, জিজ্ঞাসাবাদের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর করার অনুরোধ জানান হেমন্ত। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দিয়েছে ইডি। তাই ১৭ নভেম্বরই তাঁকে রাঁচিতে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল হেমন্ত সোরেনকে, কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। তখন ইডি-র কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন। এরই মধ্যে গত ১০ নভেম্বর নতুন করে সমন পাঠিয়ে ১৭ নভেম্বর হেমন্ত সোরেনকে হাজিরা দিতে বলা হয়। ১৭ নভেম্বর রাঁচির আঞ্চলিক অফিসে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ এবং বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।