রামকৃষ্ণনগর (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বিদ্যানগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় নেহরু যুব কেন্দ্রের ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে রামকৃষ্ণনগরের বিদ্যানগরে। সূচি অনুযায়ী এদিন সকালে ক্লাবের সদস্য এবং ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে প্রভাত ফেরি বের করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা নেহরু যুব কেন্দ্রের কার্যক্রমগুলোর প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেন। তিনি গ্রামীণ যুবসংগঠনগুলোকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশীদার হওয়ার দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুল্লভছড়া স্পোর্টস কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা, নবীনচন্দ্র মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশ্বজিৎ দাস, জয়দেব দাস, চৈতন্য নাথ হাইস্কুলের প্রাক্তনশিক্ষক মদনমোহন সিংহ, হরেকৃষ্ণ মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নামদেব সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ।

