জঙ্গলমহলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : মঙ্গলবার বেলপাহাড়ীর সাহাড়ী থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এগুলোর মধ্যে আছে বেশ কিছু নতুন রাস্তা। বিনপুর-১ ব্লকে সিধু কানু মোড় থেকে পি ডবল ডি -এর রাস্তা পর্যন্ত, বিনপুর-২ ব্লকে জয়নগর থেকে চন্দনপুর পর্যন্ত, বিরগি উরফ বেদিয়াম থেকে বাঙ্গবুটা পর্যন্ত, বাঁশপাহাড়ি থেকে দেশমূল পর্যন্ত রাস্তা ও পরামশোল থেকে টমকাশোল পর্যন্ত এবং জামবনী ব্লকে নাচদা মূল রাস্তা থেকে রোহিনী নায়েকের বাড়ি পর্যন্ত, ধড়সা মূল রাস্তা থেকে জিরাপাড়া গ্রামের ডমন নায়েকের বাড়ি পর্যন্ত, গুইয়াড়া মূল রাস্তা থেকে চৌধুরীর বাড়ি পর্যন্ত, মুনিয়াদায় মূল রাস্তা থেকে স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত, দেগেরিয়ায় মূল রাস্তা থেকে দক্ষিণকালিন্দী পাড়া পর্যন্ত।

প্রস্তাবিত জল সরবরাহ প্রকল্পগুলোর মধ্যে আছে গোপীবল্লভপুর-২ ব্লকে ১টি, সাঁকরাইল ব্লকে ১টি, জামবনী ব্লকে ২টি, ঝাড়গ্রাম ব্লকে ১টি এবং বিনপুর-১ ব্লকে ২টি অগভীর নলকূপ, জামবনী ব্লকের পুকুরিয়াশোল মৌজায় সৌর বিদ্যুৎ চালিত নিম্ন ক্ষমতা সম্পন্ন অগভীর নলকূপ, গোপীবল্লভপুর-১ ও ২ এবং ঝাড়গ্রাম ব্লকের চিটামাটিয়া, চণ্ডীপুর, কাশিয়া ও পশ্চিশোল মৌজায় সৌর বিদ্যুৎ চালিত নিম্ন ক্ষমতা সম্পন্ন অগভীর নলকূপ এবং ঝাড়গ্রাম ব্লকের সোনামুই মৌজায় পানীয় জল সরবরাহ প্রকল্প।

স্বাস্থ্য বিষয়ক প্রকল্পগুলো হল বিনপুর-১ ব্লকে লালগড় গ্রামীণ হাসপাতালের ১০ শয্যা থেকে ৩০ শয্যায় উন্নীতকরণ এবং বিনপুর গ্রামীণ হাসপাতালে স্যাটেলাইট চক্ষু অপারেশন থিয়েটার, বিনপুর-২ ব্লকের কানিমহুলিতে সুস্বাস্থ্য কেন্দ্র, ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি ও সাঁকরাইল ব্লকের টুঙ্গাধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে উন্নীতকরণ।

এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, জামবনী, বিনপুর-২ ও নয়াগ্রাম ব্লকের অন্তর্গত বরভিডিহা, হেলাকাটা-১, হেলাকাটা-২, দহতমূল-১, গোবিন্দপুর ও কুরচিনি মৌজার পুকুর খনন এবং গোপীবল্লভপুর-১ ব্লকের চিটামাটিয়া মৌজাতে পুকুর খনন • প্রহরী প্রাচীর বিনপুর-১ ব্লকের বসন্তপুরে প্রহরী প্রাচীর এবং সুসেন পাৱালির বাড়ি থেকে মানি পুকুর খনন প্রকল্প। মুইসলের বাড়ি পর্যন্ত প্রহরী প্রাচীর ছাড়াও রয়েছে অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প। ঝাড়গ্রাম ব্লকের জামবনী মোড়ের কাছে ঝাড়গ্রাম জেলার সাংবাদিকদের জন্য সংবাদ ভবন, ঝাড়গ্রাম ব্লকে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া রাজার উপর বক্স কালভার্ট এলানি ও নারায়ণপুর মৌজায় কংসাবতী নদীর ডান তাঁর বরাবর সংস্কার।

রাস্তার সংস্কার হওয়ার কথা গোপীবল্লভপুর-১ ব্লকে গোপীবল্লভপুর- নয়াগ্রাম রাস্তার সংস্কার, বিনপুর-১ ব্লকে রামগড় – পিংবনী রাস্তা, চাপাবণি থেকে রাঙ্গামাটি পর্যন্ত পিচ রাস্তা ও অসিত মাহাতর বাড়ি থেকে শশাঙ্কর বাড়ি পর্যন্ত পিচ রাস্তার সংস্কার, বিনপুর-২ ব্লকে পলাশীর ডাঙ্গা ক্যানেল পাড় থেকে সুখজোড়া প্রবাসিনী বিদ্যাপীঠ পর্যন্ত পিচ রাস্তা ও মানাবতি মোড় থেকে জামভাঙ্গা পর্যন্ত পিচ রাস্তার সংস্কার, সাঁকরাইল ব্লকে সিজদা গুল থেকে বড়বিরনি আই সি ডি এস সেন্টার পর্যন্ত পিচ রাস্তা ও কাটুয়াপাল চক থেকে বংশী প্রাইমারি ভুল পর্যন্ত পিচ রাস্তার সংস্কার, গোপীবল্লভপুর-২ ব্লকে নাদনগেড়িয়া বাস স্টপ থেকে হারাধন শিটের বাড়ি পর্যন্ত রাস্তা, ছাতিনাশোল চক থেকে ছতিনাশোল প্রাইমারি স্কুল পর্যন্ত রাজা ও রানয়া থেকে কুঠিঘাট পর্যন্ত রাস্তার সংস্কার, নয়াগ্রাম ব্লকের কেন্দুবনি থেকে ডুমুরিয়া পর্যন্ত পিচ রাস্তার সংস্কার এবং জামবনী বুকের কপাটকাটা গ্রাম থেকে কেদুবনি ক্যানেল পর্যন্ত পিচ রাস্তার সংস্কার।