লখনউ, ১৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে খালি হয়েছে মৈনপুরী লোকসভা কেন্দ্রে। আর তাই মৈনপুরী লোকসভা কেন্দ্রে আগামী মাসে হতে চলেছে উপনির্বাচন। অখিলেশের দল সমাজবাদী পার্টি ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে, আর এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। মৈনপুরীতে মুলায়ামের ছোট বৌমা অপর্ণা যাদবকে প্রার্থী করল না বিজেপি।
পারিবারিক যুদ্ধ এড়িয়ে মুলায়ামের মৈনপুরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে রঘুরাজ সিং শাক্যকে। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব এই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন। যোগী আদিত্যনাথ ক্ষমতায় ফেরার পর উত্তর প্রদেশে সাম্প্রতিক বেশ কয়েকটি উপ নির্বাচনে দারুণ ফল করেছে বিজেপি। খোদ অখিলেশের ছেড়ে যাওয়া কেন্দ্রেও বিজেপি উপ-নির্বাচনে জিতেছে। এবার সমাজবাদী পার্টির সামনে অগ্নিপরীক্ষা। মুলায়ামের লোকসভা কেন্দ্র হাতছাড়া হলে বড় ধাক্কা খাবে সমাজবাদী পার্টি।