নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীই নন, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শক্তির পথপ্রদর্শক ছিলেন বিরসা মুণ্ডা। মঙ্গলবার সকালে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৫ নভেম্বর দিনটিকে (বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী) জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করার সুযোগ পাওয়া আমাদের সরকারের সৌভাগ্য। তিনি শুধুমাত্র আমাদের রাজনৈতিক স্বাধীনতার নায়ক ছিলেন না, তিনি আমাদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক শক্তিরও পথপ্রদর্শক ছিলেন।
প্রধানমন্ত্রী এদিন ভিডিও বার্তায় আরও বলেছেন, আজ সমগ্র দেশ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উদযাপন করছে। মহান পুত্র, দেশের মহান বিপ্লবী ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধাভরে প্রণাম করছি।

