করিমগঞ্জে ‘শ্রেষ্ঠ যুব সংগঠন পুরস্কার’-এর জন্য দরখাস্ত আহ্বান

করিমগঞ্জ (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জের নেহরু যুব কেন্দ্র ২০২২-২৩ সালের যুব সংগঠন ক্লাব পুরস্কারের জন্য অনুমোদিত সংস্থা বা মহিলা সমিতির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। এই কর্মসূচির আওতায় জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০২১ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়কালে সমাজসেবায় বিশেষ যোগদানের জন্য জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসাবে পুরস্কৃত করা হবে।

নেহরু যুব কেন্দ্রের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৫ হাজার টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর মধ্যে নেহরু যুব কেন্দ্র করিমগঞ্জ কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য কার্যালয়ের টেলিফোন নম্বর ০৩৮৪৩-২৭৪১১১ নম্বরে বা dyc.karimganj@gmail.com এই মেইল আইডিতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।