আইজল, ১৫ নভেম্বর (হি.স.): পাথর খাদান ধসে অন্তত ৮ কর্মীর মৃত্যু হয়েছে মিজোরামে। মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন, তাঁরা ধসের মধ্যেই আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজ জারি রয়েছে, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন দু”জন অফিসার ও ১৩ জন কর্মী।
সোমবার মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলার মউদাড় গ্রামে একটি পাথর খাদান ধসে পড়ার খবর মেলে। মঙ্গলবার সকালে ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। ওই জেলার পুলিশ সুপার বিনীত কুমার জানান, সোমবার বেলা ৩টা নাগাদ এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার নামে একটি পাথর খাদানে কয়েক জন কর্মী কাজ করছিলেন। হঠাৎ ধস নামে খাদানের ভিতরে। কর্মীরা যখন পাথর সংগ্রহ করছিলেন, সে সময় ভূমি ধসের কারণে এই প্রাণহানি বলে মনে করা হচ্ছে।