জওহর লাল নেহেরুর জন্ম দিবস পালন করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সোমবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী৷ এদিন জহরলাল নেহেরু -র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, ১৮৮৯ সালের পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম হয়েছিল৷ তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন৷ তিনি ভারতবর্ষে রূপকার ছিলেন৷