টানা ৫ দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস, টি-২০ বিশ্বকাপের ফাইনাল ঘিরে তীব্র অনিশ্চয়তা

মেলবোর্ন, ১৩ নভেম্বর (হি.স.) : আজ রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সংশয়। আবহাওয়া দফতেরর পূর্বাভাস অনুযায়ী রবিবার বিশ্বকাপের ফাইনালে ৯৫ শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরেই ম্যাচ আয়োজন ঘিরে যত সংশয়। বাধ্য হয়ে ম্যাচের নিয়ম বদলে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখল আইসিসি।

শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢেকে দেওয়া হয়েছে। তবে আউটফিল্ড জল থইথই। অস্ট্রেলিয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার সকাল থেকে শুরু হবে ভারী বৃষ্টি। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
অস্ট্রেলিয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ফাইনালের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলায় শুরু হবে বৃষ্টি। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। রবিবার আকাশ পরিষ্কার হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে সোমবারেও। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হলেও হতে পারে।

এ দিকে টস হয়ে গেলেই ম্যাচটি লাইভ ধরা হবে। যদি ওভার কমিয়েও বৃষ্টির কারণে খেলা শুরু করা না যায়, তা হলে রিজার্ভ ডে-তে ২০ ওভারের ম্যাচই হবে। খেলা শুরুর পর বৃষ্টি নামল, ওভার কমিয়েও প্রয়োজনীয় ওভার করানো গেল না, তেমন পরিস্থিতিতে রিজার্ভ ডে-তে খেলা হবে। সেক্ষেত্রে খেলা যেখানে শেষ হবে, সেখান থেকেই পরের দিন শুরু হবে। ফাইনালে যাতে পুরো খেলা করা যায়, তাই অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রয়েছে। রিজার্ভ ডে-তে ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে, স্থানীয় সময় বিকেল তিনটেয় সে দিন খেলা শুরু হবে।