গনতন্ত্রের কথা বলে পাহাড়কে অশান্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে তিপ্রা মথা : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ গনতন্ত্রের কথা বলে পাহাড়কে অশান্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে তিপ্রা মথা তথা লাল মথা৷ আক্রমণের  ঘটনাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানায় প্রদেশ বিজেপি৷ রবিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান দলের মুখ্য মুখাপাত্র সুব্রত চক্রবর্তী৷ শনিবার কাঞ্চনপুর থেকে দলীয় কর্মসূচী শেষে ফেরার পথে বড়মুড়ার বনকুমারী এলাকায় আক্রান্ত হয় বিজেপি এস টি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা রাজ্যের সহকারী নির্বাচনী প্রভারী সাংসদ সমীর ওরাং সহ এস টি মোর্চার  প্রদেশ সভাপতি  বিকাশ দেববর্মা, এম ডি সি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা৷ সমাবেশ থেকে গন্তব্যে ফেরার পথে একদল উশৃঙ্খল দুষৃকতিকারী গাড়ি থেকে নেমে অস্ত্র নিয়ে নৃশংস ভাবে আক্রমণ চালায়৷ গাড়ি থেকে নামিয়ে এনে মারধোর করার চেষ্টা হয়৷ নিরাপত্তা কর্মীরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে রাজ্যে ভয়ঙ্কর, উদ্বেগ জনক এবং কলঙ্কময় ইতিহাস তৈরি হত৷ রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিজেপি-র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷ এই উসৃঙ্খল দুসৃকতিকারী এবং যারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে খুন সন্ত্রাসে বিশ্বাস করে, গনতন্ত্রের কথা বলে যারা পাহাড়কে অশান্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে- সেই তিপ্রা মথা তথা লাল মথা  দলের সমর্থকদের এই আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানায় প্রদেশ বিজেপি৷ ঘোলা জলে মাছ ধরে জনজাতি অংশের যুবক যুবতীদের বিভ্রান্ত করে প্ররোচিত করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি৷ ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে৷ রাজ্য পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানানো হয় কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ যাতে নির্বাচনের আগে আর কেউ এই ধরনের ঘটনা সংগঠিত করতে না পারে৷ সুষ্ঠ ও শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তার আহ্বান জানান তিনি৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত  ছিলেন মন্ত্রী তথা বিজেপি এস টি মোর্চার প্রভারী রামপদ জমাতিয়া, বিজেপি এস টি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা৷