১৫ নভেম্বর মধ্যপ্রদেশের শাহদোলে উপজাতি গর্ব দিবসে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.) : আগামী ১৫ নভেম্বর মধ্যপ্রদেশের শাহদোলে আয়োজিত আদিবাসী গর্ব দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার তাঁর টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি রাষ্ট্রপতিকে মধ্যপ্রদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চৌহান বলেন, এটা আমাদের সৌভাগ্য যে রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতি মুর্মুর মধ্যপ্রদেশে প্রথম আগমন আমাদের জন্য গর্বের বিষয়।