করিমগঞ্জ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে জীবনদায়ী ওষুধ দান করা হয়েছে।
রবিবার অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামাভদ্রানন্দজি মহারাজের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ কার্টুন জীবনদায়ী ওষুধ হস্তান্তর করেছেন সংস্থার সভাপতি তারাকিশোর বণিক।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন, করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের ডিস্পেন্সারিতে সনোগ্রাফি, এক্সরে এবং প্যাথোলোজি শুরু হওয়ার পর সমাজের সমস্ত স্তরের মানুষ পরিষেবা নিচ্ছেন। রামকৃষ্ণ মিশনের এই সেবামূলক কাজ পরিচালনা হচ্ছে জনগণেরই দানের অর্থে। তিনি আশা করেন, ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের ডিস্পেন্সারিতে স্বাস্থ্য শিবির করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে সক্ষম হবে।