মুম্বই, ১০ নভেম্বর (হি.স.): আপাতত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান শরদ পওয়ার। অসুস্থ শরদ পওয়ার এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে পারবেন না তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার জানিয়েছেন, এনসিপি প্রধান শরদ পওয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, রাহুল গান্ধী এবং আমি তাঁর সঙ্গে কথা বলেছি। ডাক্তার ৩-৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই আগামীকাল ‘ভারত জোড় যাত্রা’-তে যোগ দেবেন না শরদ পওয়ার। আদিত্য ঠাকরে আগামীকাল যোগ দেবেন।
প্রসঙ্গত, বুধবারই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অশোক চাভান বলেছিলেন, এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার আদিত্য ঠাকরে ১১ নভেম্বর কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-তে যোগ দেবেন। কিন্তু, শারীরিকভাবে সুস্থ না থাকার কারণে এখনই ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান শরদ পওয়ার, জানালেন জয়রাম রমেশ।