দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন উত্তরাখণ্ডের জনগণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): স্থাপনা দিবসে উত্তরাখণ্ডের জনগণকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন উত্তরাখণ্ডের জনগণ।

৯ নভেম্বর উত্তরাখণ্ডের স্থাপনা দিবস। বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তরাখণ্ডের জনগণকে স্থাপনা দিবসের শুভেচ্ছা। এই রাজ্য প্রকৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন উত্তরাখণ্ডের জনগণ। উত্তরাখণ্ড ভবিষ্যতেও প্রগতি করতে থাকুক।
এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, উত্তরাখণ্ডের স্থাপনার পর ২২ বছর হয়েছে, রাজ্যের সমস্ত শহিদ ও বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধা।