শ্রীনগর, ৯ নভেম্বর (হি.স.): পূর্বাভাস মতই আবারও তুষারপাত হয়েছে কাশ্মীর উপত্যকায়, বুধবার ভারী তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার পীরপাঞ্চাল রেঞ্জে মুঘল রোডের ওপর। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বুফলিয়াজ থেকে শোপিয়ান পর্যন্ত স্থগিত করে দেওয়া হয় যানবাহন চলাচল।
আগামী ১১ নভেম্বর পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তারপর ১২-১৬ নভেম্বর প্রধানত আংশিক মেঘলা থাকবে কাশ্মীরের আবহাওয়া। এদিকে, তুষারপাতের সৌজন্যে বুধবার কাশ্মীরের তাপমাত্রার অনেকটাই পতন হয়েছে। বাড়ছে শীতের আমেজ। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৯ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ২.০ ডিগ্রি।

