ভোররাতে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত, ভূমিকম্পে কাঁপল নয়ডাও

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): দিল্লি তখন তন্দ্রাচ্ছন্ন। বুধবার ভোররাত ১.৫৭ নাগাদ প্রবল একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙেছিল রাজধানীর বাসিন্দাদের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩, উৎসস্থল নেপাল। আর সেই কম্পনই অনুভূত হয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের একাংশে। কেঁপে ওঠে দিল্লি সংলগ্ন নয়ডাও।

বুধবার ভোররাতে নেপালে ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর আরও দু”বার কেঁপে ওঠে নেপাল, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭ ও ৪.১। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরেও ভূমিকম্প অনুভূত হয়। নেপালে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের, তবে ভারতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও, ভোররাতেই প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের।