নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের খাতাউলি বিধানসভা আসনের উপ-নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর, ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর।নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর প্রদেশের খাতাউলি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ নভেম্বর, মনোনয়ন খুঁটিয়ে দেখা হবে ১৮ নভেম্বর। এই নির্ঘন্ট ঘোষণার পর এখনও পর্যন্ত ২০২২ সালের সমস্ত শূন্যপদে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
2022-11-08

