চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও, টেনেহিঁচড়ে সড়িয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ সাক্ষাৎকারের জন্য সময় না দেওয়ায় শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ২০২২ সালের সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷ পরবর্তী সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়৷
২০২২ সালের সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যায়৷ কিন্তু শিক্ষামন্ত্রী তাদের সময় না দেওয়ায় পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয় পরীক্ষার্থীরা৷ তাদের বক্তব্য এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করুক সরকার৷ এই দাবি নিয়ে দীর্ঘ দিন তারা অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে আসছে৷ দুই জনেই নিয়োগের ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন৷ কিন্তু এখন এই নিয়োগ নিয়ে চলছে তালবাহানা৷ অথচ প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে৷ তারই  প্রতীবাদ জানিয়ে এই দিন তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফায়েড ক্যান্ডিডেটসরা৷এইদিন তারা শিক্ষা মন্ত্রীর বাস ভবনের সামনে কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ তাদেরকে আটক করে  অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়৷ পরবর্তী সময় তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *