পাটনা থেকে বক্সার গেলেন সরসঙ্ঘচালক

পাটনা, ৮ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত বিহারে একদিনের অবস্থানে গতকাল রাতে পাটনায় পৌঁছেছেন। এখানে বিজয় নিকেতনে রাত্রি যাপনের পর মঙ্গলবার সকালে তিনি বক্সারের উদ্দেশ্যে রওনা হন।

ডঃ ভাগবত আজ বক্সারে আয়োজিত সনাতন সংস্কৃতি সমাগমে অংশ নেবেন। বক্সারের আহিরলিতে ৭ থেকে ১৫ নভেম্বর এই সমাগমের আয়োজন করা হয়েছে। এতে দেশের বড় বড় সাধুরা উপস্থিত থাকবেন।