পরাজয়ের ভয়ে হিমাচল প্রদেশ থেকে দূরে থাকছেন রাহুল গান্ধী : রবিশঙ্কর প্রসাদ

শিমলা, ৮ নভেম্বর (হি.স.): আসন্ন নির্বাচনে দলের পরাজয়ের দায় এড়াতে হিমাচল প্রদেশে প্রচার থেকে দূরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অভিযোগ করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার শিমলায় একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “রাহুল গান্ধী কোথায়, তিনি কোথায় নিখোঁজ হয়ে গিয়েছেন? তিনি (ভারত জোড়ো) যাত্রায় আছেন, কিন্তু কেন হিমাচলের প্রতি এত উদাসীনতা? কংগ্রেসের সমগ্র নেতৃত্বের হিমাচলের প্রতি কে এত উদাসীনতা?

প্রসঙ্গত, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য একটিও জনসভা করেননি রাহুল গান্ধী। তিনি এখন ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন। এদিন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, নির্বাচনী প্রচার এক অথবা দুই দিনের মধ্যে শেষ হবে, কিন্তু রাহুল অথবা তাঁর মা (সোনিয়া গান্ধী) কাউকেই এখানে দেখা যায়নি।