নকশালবাড়িতে নেপাল সীমান্ত এলাকায় ২০টি চিনা শূকর সহ গ্রেফতার ব্যক্তি

নকশালবাড়ি, ৮ নভেম্বর (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি থানার অন্তর্গত ভারত-নেপাল সীমান্তের তারাবাড়ি এলাকা থেকে ২০টি চিনা শূকর সহ গ্রেফতার এক ব্যক্তি। সোমবার গভীর রাতে শূকর সহ ওই ব্যক্তিকে আটক করেন এসএসবির ৮ নম্বর ব্যাটালিয়নের বড় মণিরাম আউট পোস্টের জওয়ানরা। পরে নকশালবাড়ি থানার পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেয় এসএসবি।

মঙ্গলবার নকশালবাড়ি থানার ওসি মানস দাস জানিয়েছেন, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। শূকরগুলিকে খোয়ারে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।