ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.): আগামী সপ্তাহে বড়সড় কোনও ঘোষণা করতে পারেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। ২০২৪ সালে নির্বাচন রয়েছে আমেরিকায়। তাতে প্রতিযোগীতা করবেন কিনা সেই বিষয়ে কোনও ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
আগামী ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প কী ঘোষণা করবেন, তা জানার প্রতীক্ষায় আমেরিকার পাশাপাশি গোটা বিশ্ব। আমেরিকার সময় অনুযায়ী সোমবার সে দেশের ওহিও-তে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আগামী ১৫ নভেম্বর, মঙ্গলবার পাম বিচ ফ্লোরিডার মার এ লাগোতে আমি বড়সড় ঘোষণা করতে চলেছি।”

