নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ জিবি হাসপাতালে দুই তালা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পা পিছলে পরে গুরুতর ভাবে আহত হয় এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম দুর্লভ কুমার দেববর্মা৷ জানা যায় বিশালগড় এলাকার বাসিন্দা দুর্লভ কুমার দেববর্মা মঙ্গলবার জিবি হাসপাতালে তার এক নিকট আত্বিয়কে দেখতে যান৷ জিবি হাসপাতালের দ্বিতল থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার সময় তিনি অসাবধানতা বসত পরে যান৷ এতে তিনি গুরুতর ভাবে আহত হন৷ হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে আহত দুর্লভ কুমার দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত দুর্লভ কুমার দেববর্মা জানান কি ভাবে তিনি দ্বিতল থেকে নিচে পরে গেছেন কিছুই তিনি জানেন না৷
2022-11-08

