সম্ভাবনাময় ক্ষেত্রসমূহকে কাজে লাগিয়ে রাজ্যেরউন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ত্রিপুরার সার্বিক বিকাশে প্রচুর সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে৷ এই সম্ভাবনাময় ক্ষেত্রসমূহকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার৷ আজ সচিবালয়ে নীতি আয়োগের সদস্য ডা. ভি কে সরস্বত’এর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করায় উত্তর-পূর্বাঞ্চল  রাজ্যগুলির বিকাশ ত্বরান্বিত হচ্ছে৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে বাংলাদেশে ফিনিশড রাবার রপ্তানি করার ক্ষেত্রে বন্দরভিত্তিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের জন্য নীতি আয়োগের সহযোগিতা চেয়েছেন৷
বৈঠকে নীতি আয়োগের সদস্য ডা. ভি কে সরস্বত বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ রয়েছে প্রচুর কৃষজ জমি ও উদ্বৃত্ত বিদ্যুৎ৷ রাজ্যে উদ্যান, ফুল এবং রাবার চাষের ক্ষেত্রের উন্নয়নের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন৷ পাশাপাশি রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ রাজ্যে শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির সংযোগ সম্পসারণের উপরও বিশেষভাবে জোর দিয়েছে ডা. ভি কে সরস্বত৷ তিনি ত্রিপুরায় রাবার এবং বাঁশের উপর সেন্টার অব এক্সিলেন্স স্থাপনের আগ্রহের কথা প্রকাশ করেন৷ তিনি রাজ্যকে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গ্রহণের উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন৷
বৈঠকে নীতি আয়োগের বরিষ্ঠ উপদেষ্টা রাজীব সেন ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রের বর্তমান অবস্থা, সাফল্য, চ্যালেঞ্জ, উন্নয়নের সম্ভাবনাময় দিক সহ উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে করণীয় বিষয়সমূহ সম্পর্কে এক রূপরেখার উপস্থাপন করেন৷ তিনি বলেন, ত্রিপুরায় কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের ফলে রাজ্যের জিডিপি গ্রোথ অনেকটা বৃদ্ধি পেয়েছে৷ তিনি বলেন, পর্যটন, বন, সীমান্ত বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রের উন্নয়নে রাজ্যে সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি তিনি স্বাস্থ্য ও পুষ্টি, ক’ষি, শিক্ষা, এমএসএমই, পর্যটন ক্ষেত্রগুলির বিকাশে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন৷
বৈঠকে রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা রাজ্যে প্রাইমারি, সেকেণ্ডারি এবং টার্শিয়ারি সেক্টরের উন্নয়নে যেসব উন্নয়নমূলক প্রকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও রাজ্যের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে৷ সেই সঙ্গে বেড়েছে মানুষের মাথাপিছু গড় আয়৷ বৈঠকে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিবগণ সহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *