চেন্নাই, ৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে, সোমবার সকালে চেন্নাইয়ের এমজি রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই-মহীশূর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান শুরু হয়েছে। চেন্নাই-মহীশূর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আগামী ১১ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নেড়ে দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নতুন দিল্লি-কানপুর-এলাহাবাদ-বারাণসী রুটে যাত্রা শুরু করেছে। এবার আগামী ১১ নভেম্বর দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। গতি, সুরক্ষা এবং পরিষেবা এই তিনটিই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রধান বৈশিষ্ট্য।

