নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): নার্সিং পেশাদারদের জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ২০২১ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নার্সিং পেশাদারদের ২০২১ সালের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি।সমাজে নার্স এবং নার্সিং পেশাদারদের দ্বারা প্রদত্ত প্রশংসনীয় সেবার স্বীকৃতি হিসেবে জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়। ১৯৭৩ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ৫১ জন নার্সিংকে এদিন জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নিজের টুইটার মারফত জানিয়েছেন, অনুকরণীয় কাজ এবং নিঃস্বার্থ সেবার জন্য নার্সদের ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ২০২১ দিতে পেরে আনন্দিত। কোভিড-১৯ মহামারী বিশ্বকে আমাদের নার্সদের শক্তিশালী দৃঢ়তা ও মনোভাব দেখিয়েছে — ওভারটাইম কাজ করা, পরিবার থেকে দূরে থাকা এবং সময়ের প্রয়োজনে কাজ করা।
2022-11-07

