কোচ বিহার ট্রফি : নবারূনের ব্যাটে রান সত্বেও পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা

ত্রিপুরা-‌ ১৫২ & ‌১৫৯/‌৫
চন্ডিগড়-‌৩৩০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরার লেজ। এখনও ইনিংস পরাজয় এড়াতে দরকার ১৯ রান। ফলে পরাজয় নিশ্চিত ত্রিপুরার। এখন দেখার মঙ্গলবার শেষ দিনে ত্রিপুরার শেষের দিকের ব্যাটসম্যান-‌রা কতটা লড়াই ছুড়ে দিতে পারে এবং কতক্ষণ পরাজয় আটকে রাখতে পারে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ত্রিপুরার ১৫২ রানের জবাবে সফররত চন্ডিগড় ৩৩০ রান করে প্রথম ইনিংসে। ১৭৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। রাজ্যদলের নবারূণ চক্রবর্তী দুরন্ত ব্যাট করে ৭৯ রান করেন। ত্রিপুরা ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৫ উইকেট। ইনিংস পরাজয় সমঞভবত হবে না। তবে দেখার পরাজয় এড়াতে কতটা লড়াই ছুড়ে দিতে পারে শেষ দিনে। দ্বিতীয় দিনের ৭ উইকেটে ২৬৬ রান নিয়ে খেলতে নেমে দুই অপরাজিত ব্যাটসম্যান দলনায়ক নীল এবং নিশুঙ্ক বিরলা ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নীল শুরু থেকেই স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। ওই জুটি ৯৭ বল খেলে ৪৫ রান যোগ করেন। নীল ৭৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন।নীল আউট হওয়ার পরই সফররত দল ভেঙ্গে যায়। চন্ডিগড় ১২৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রান করে। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ দাস (‌৪/‌৬৩), দ্বীপতনু চক্রবর্তী (‌৩/‌৮৯) এবং দেবরাজ দে (‌২/‌৯১) সফল বোলার। ১৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দ্বীপজয় দেব(‌৬)‌কে  হারিয়ে চাপে পড়ে যায় ত্রিপুরা। ওই অবস্থায় ওপেনার প্রীতম দাসের সঙ্গে রুখে দঁাড়ান উইকেট রক্ষক নবারূণ চক্রবর্তী। ওই জুটি ১৫৫ বল খেলে ৭৩ রান যোগ করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে আসেন। প্রীতম ১৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং নবারূণ ১১৮ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ রান করেন। দলনায়ক আনন্দ ভৌমিক কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা প্রযোজনের তুলনায় যথেষ্ট ছিলো না। আনন্দ ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। মন্দালোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ত্রিপুরা ৭৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে।  দ্বীপতনু চক্রবর্তী ২৭ বল খেলে ১ রানে এবং সপ্তজিৎ দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৯ রানে অপরাজিত থেকে যান।সফররত দলের পক্ষে নীল (‌৩/‌২৮) সফল বোলার। ‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *