কাটিহার, ৭ নভেম্বর (হি.স.): প্রকাশ্যে রাস্তায় গুলি করে বিজেপি নেতাকে খুন করা হল বিহারে। মৃতের নাম সঞ্জীব মিশ্র। সোমবার ঘটনাটি ঘটেছে কাটিহারের টেলটা পুলিশ স্টেশন এলাকায়। বিজেপি নেতাকে খুনের পরই ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাটিহারের টেলটা পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় বিজেপি নেতা সঞ্জীব মিশ্রকে তাঁর বাড়ির সামনেই গুলি করে দুই বাইক আরোহী দুষ্কৃতী। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। এদিকে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই ক্ষেপে ওঠে ওই এলাকার সাধারণ মানুষ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরনো রেষারেষির কারণেই ওই বিজেপি নেতাকে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি খুনিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।