নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিশালগড়ে কংগ্রেস নেতা কর্মীদের উপর আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার আগরতলা শহরের বিক্ষোভ দেখায় প্রদেশ যুব কংগ্রেস৷ উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস৷ রাখু দাস বলেন, বিজেপি চারিদিকে কংগ্রেসের উপর নামিয়ে এনেছে সন্ত্রাস৷ এর বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ মামলা গ্রহণ করছে না৷ বরং পুলিশ নিজে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা নিয়ে দলদাসের পরিচয় দিচ্ছে৷ আজকের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের কাছে প্রশ্ণ তোলা হয় কেন পুলিশ মিথ্যা মামলা দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের জেলে পাঠাচ্ছে, আর অভিযুক্ত বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তারের কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ তাই এই মহকুমা পুলিশ আধিকারিককে অবিলম্বে অপসারণের দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি৷
2022-11-05