নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রাজ্য সরকার রাজ্যের খেলাধুলার সার্বিক মান উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷ এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে৷ খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে নেশা মুক্ত রাখার প্রয়াস বাস্তবায়িত করা হবে৷ ত্রিপুরা সুকল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার৷ শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷সারা বছরব্যাপী খেলাধুলার বিভিন্ন কর্মসূচি কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং এবছরের বাজেটইবা কত হবে সেই সকল বিষয় আজকের এই মিটিংয়ে স্থির করা হয়৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নেশা মুক্ত সমাজ গড়তে প্রতিটি মহকুমা স্তরে খেলাধুলার প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ খেলাধুলার পাশাপাশি সাংসৃকতিক কর্মসূচি ও সংঘটিত করা হবে৷ এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে৷ খেল ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের মধ্য দিয়ে এই কর্মসূচির সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করেছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর৷ রাজ্য সরকার এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করার মধ্য দিয়ে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে৷ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান রাজ্যের দেড় হাজার ক্লাবকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা হবে৷ আগামী এক মাসের মধ্যে প্রতিটি ক্লাবকে কম করে কুড়ি হাজার টাকা করে প্রদান করা হবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ক্রয় করার জন্য৷ প্রসঙ্গে তিনি বলেন শুধুমাত্র ক্লাবগুলিকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা হবে বললেই চলবে না ক্লাবগুলোকে প্রয়োজনীয় অনুদান প্রদান করতে হবে৷ প্রয়োজনীয় অনুদান পেলে ক্লাবগুলি নিঃসন্দেহে বিভিন্ন ক্রীড়া সামগ্রিক ক্রয় করে এলাকায় খেলাধুলার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ রাজ্য সরকারের মূল লক্ষ্যই হলো ক্লাব গুলির মধ্যে খেলাধুলার আসর বসানো৷ যুবক যুবতীদের খেলাধুলার প্রতি আগ্রহী করা হলেই নেশার বিরুদ্ধে তাদেরকে সুচার করা সম্ভব হবে বলেও অভিমত ব্যক্ত করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷
2022-11-05

